
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২১ আগস্ট
গতকালের টানা বৃষ্টিপাতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। এই বৃষ্টির জেরে
মাটি ধ্বসে এক পরিবারের তিনজন সদস্যের মৃত্যু। ঘটনা শান্তি বাজার বিধানসভার বগাফা আর ডি ব্লকের অন্তর্গত দেবীপুর এডিসি ভিলেজে। মৃত ব্যক্তিদের নাম
ত্রিশঙ্কর চাকমা ( বয়স ৫০)
রজনী চাকমা (বয়স ৪৮)
মিনিতা চাকমা (বয়স ১২)।
অপর ঘটনা টি ঘটে
মুঙ্গিয়াকামি থানাধীন চাম্পলাই লকাই বাজারে। প্রচন্ড বৃষ্টিতে পাহাড় ধ্বসে পড়লো ঘরের উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় চোদ্দ বছরের নীরাজ দেববর্মার।
শুধু বৃষ্টি হচ্ছে না সাথে রয়েছে ঘূর্ণিঝড়। প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়লো গৃহস্থ্যের বসতঘর ঘটনা উত্তর চড়িলাম মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার গভীর রাত দুইটাই। রাজ্য প্রশাসনের কাছে সাহায্যের দাবি জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ্য। জানাযায় সোমবার সকাল থেকে টানা প্রবল বর্ষণ সাথে জোর হাওয়া রাজ্যের বিভিন্ন স্থানে সাথে সিপাহীজলা জেলা বিশালগড় মহকুমা তো শুরু হয়েছিলো। মঙ্গলবার গভীর রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়লো উত্তর চড়িলাম মধ্যপাড়া এলাকার গৃহস্থ্য নিত্যানন্দ দেবনাথের বসত ঘর। অল্পেতে রক্ষা পায় পরিবারে সদস্যরা। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবী জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত গৃহস্থ্য নিত্যানন্দ দেবনাথ।
এছাড়া গতকাল ভারী বৃষ্টির কারণে হাওড়া নদীর জল বিভিন্ন এলাকাতে ঢুকে বন্যা সৃষ্টি হয় আগরতলা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। তার পাশাপাশি ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ৩১ নং ওয়ার্ড এলাকায় হাওড়া নদীর জল ঢুকে যায় মানুষের বাড়িতে।